মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে আনোয়ার পাশা চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আশেক উল্লাহ রফিক এমপি নির্বাচিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই দুই জন নির্বাচিত হন। যদিও সম্মেলন সভাপতি প্রার্থী উপজেলা চেয়ারম্যান মো হোছাইন ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো. শাহজাহান বয়কট করেছেন।
মঙ্গলবার সকালে স্থানীয় বঙ্গবন্ধু মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এম পি। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমেদ হোসেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য এথিন রাখাইন সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর বাহাদুর বলেন, সরকারের নেয়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মহেশখালী হবে সিঙ্গাপুরের মতো উন্নত এক পর্যটন কেন্দ্র।
পরে অনুষ্টিত কাউন্সিল অধিবেশনে আনোয়ার পাশা চৌধুরীকে সভাপতি ও সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।