মহেশখালী উপজেলার মাতারবাড়িতে লবণমাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় দেশিয় তৈরি তিনটি একনলা বন্দুক ও একটি ছোরা উদ্ধার করেছে কোষ্টগার্ড। নিয়মিত টহলের সময় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর অস্ত্র ও ছোরাটি মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া কোস্টগার্ড মহেশখালী সিজিএ স্টেশনের কন্টিনজেন্ট কমা-ার এম আমিনুল হক গতরাতে দৈনিক কক্সবাজারকে জানান, তার নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় ৮ এপ্রিল শুক্রবার দুপুরে মাতারবাড়ি ইউনিয়নের মাতারবাড়ির উত্তরে লম্বাঘোনার লবণ মাঠ সংলগ্ন বেড়িবাঁধের পাশে দেশিয় তৈরি তিনটি একনলা বন্দুক ও একটি ধারালো ছোরা পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। এ সময় অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করতে পারলেও আশপাশে কোন মানুষ দেখতে পাওয়া যায়নি। কোস্টগার্ড কর্মকর্তা আমিনুল হক আরো জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধারের পর বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর নেওয়া হয়। কিন্তু অস্ত্রগুলো সেখানে কারা রাখতে পারেন এমন তথ্য না পাওয়ায় শেষপর্যন্ত মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তবে গোপনে খবর নেওয়া অব্যাহত রাখা হয়েছে অস্ত্রগুলো সেখানে কারা রেখেছিল।