দুর্বৃত্তদের গুলিতে আহত মহেশখালী সোনাদিয়ার আব্দুল গফুর প্রকাশ নাগু মেম্বার মারা নিহত হয়েছেন।
রবিবার দিনগত রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর
এর আগে রাত ১০ টায় সোনাদিয়া পূর্ব পাড়া জামে মসজিদ থেকে তারাবিহ পড়ে বের হওয়ার পলে বন্দুকধারীরা তার উপর গুলি চালায় চালায়।
পরে কিরিচ দিয়ে তার মাথায় কুপাঘাত করে দুর্বৃত্তরা।
আহত নাগু মেম্বারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। রাত বারটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কুতুবজুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক সিবিএন’কে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কুতুবজোম ইউনিয়নের ২ নং ওয়ার্ড (সোনাদিয়া) থেকে পরপর চারবার মেম্বার নির্বাচিত হয়েছিলেন আব্দুল গফুর প্রকাশ নাগু।