মহেশখালী উপজেলার মাতারবাড়িতে একটি মাহফিলে নিরাপত্বাজনিত কারণে পুলিশের পক্ষ থেকে নিয়ন্ত্রিত ভাবে বক্তব্য দেওয়ার আহ্বান জানালে মাহফিলের আয়োজক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল রাত ১০ টার পরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায় মাতারবাড়ি নতুন বাজার ময়দানে মাহফিল করছিল একটি সংগঠন। এসময় জনৈক বক্তাকে রাষ্ট্রিয় ইস্যুতে নিয়ন্ত্রিত ভাবে বক্তব্য রাখার আহ্বান জানান পুলিশ। পরে মাইকে লোকজনকে যার যা আছে তা নিয়ে আসার আহ্বান জানালে পুলিশ ও আয়োজকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রণ করতে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে। মাহফিলের লোকজন পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় হামলায় আহত হয় মাতারবাড়ি আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনসহ কয়েকজন। রাত সাড়ে ১১ টায় এরিপোর্ট লেখার সময় মহেশখালী থানা থেকে ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলের দিকে রাওয়ানা হন। মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক পরিস্তিতে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান। এদিকে এই ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।