অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’-র বিরাট সাফল্যের পর সুজিত সরকার নতুন ছবির কাজ শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছে এই বাঙালি পরিচালক এ বার একটি নায়িকা নির্ভর ছবি করছেন।
বি-টাউনে জোর খবর এই ছবিতে নাকি মাধুরী দীক্ষিত, রানি মুখোপাধ্যায় ও পরিনীতি চোপড়ার মতো তিন নায়িকাকে এক সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। ইতিমধ্যেই সুজিত সরকার তিন অভিনেত্রীকে তাঁর পরবর্তী ছবিতে অভিনয় করার জন্য প্রস্তাবও দিয়ে ফেলেছেন বলে শোনা যাচ্ছে। এই ছবিতে তিনটি জেনারেশনকে দেখানো হবে। তিনজন ডাকসাইটে অভিনেত্রী একসঙ্গে অভিনয় করলে যে ম্যাজিক হবে তা বলাই যেতে পারে।