শুধু বিজ্ঞান কল্পকাহিনীতে নয়, এবার সত্যিই খোঁজ মিলেছে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর। আর শুধু আমরাই তাদের খোঁজ জানার জন্য ব্যাকুল নই, তারাও আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে। অবাক হবেন না, যদি সত্যি তারা এসে আপনার দরজায় নক করে বসে!
এর আগেও কেউ কেউ দাবি করেছেন, পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রাণীদের দেখতে পেয়েছেন। কিন্তু এবারের প্রেক্ষাপট একটু ভিন্ন। ইউএফও বিশ্বাসীরা শুধু মুখে বললে না হয় কথা ছিল! তারা স্থির ছবি কিংবা ভিডিওতে পর্যন্ত রহস্যময় আগন্তুকদের দেখতে পাওয়ার প্রমাণ পেশ করেছেন। যদিও অধিকাংশ বিজ্ঞানী এসব মেকি বা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন। এসব ছবি বা ভিডিওতে ধারণ করা UFO (Unidentified flying object) দেখার দাবি উড়িয়ে দিলেও এর পক্ষে অবশ্য শক্ত কোনো প্রমাণ অবিশ্বাসীদের হাতে নেই।
সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে তোলা একটি ছবি আলোড়ন তুলেছে। সেখানে দেখা গেছে, পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে একটি রহস্যময় যান মহাকাশে পাড়ি দিচ্ছে। ছবিটি যে সময় ধারণ করা হয় সে সময়ে পৃথিবী থেকে নাকি কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়নি। তাহলে কী ছিল সেটা?
সম্প্রতি UFO দেখার নতুন এই ছবি সম্পর্কে একদল গবেষক বলেছেন, এটা নিছক মানুষকে বোকা বানানোর গল্প। এটি অবশ্যই কোনো রকেট বা ধূমকেতু। তবে আসলেই কী ছিল সেটা, এ বিষয়ে কোনো রা করছেন না তারা।
সম্প্রতি আলাস্কাতেও ইউএফও দেখার দাবি উঠেছে। জানা যায়, স্থানীয় বাসিন্দা জারেদ আকাশে রহস্যময় দুটি আলোর বল দেখতে পান। এমন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে তিনি তা ভিডিও করতে শুরু করেন। এর ঠিক কিছুক্ষণ পরেই আকাশের আলোর বল দুটি থেকে তিনটি হয়ে যায়!
দুর্লভ এই দৃশ্য ধারণের পর পরই তিনি তা ইউটিউবে ছেড়ে দেন। সবার উদ্দেশ্যে প্রশ্ন ছোড়েন, ‘এটাই কি ইউএফও?’ (Possible UFO?) ভিডিওটি প্রকাশের পর পরই ইউএফও বিশ্বাসীদের মাঝে এটি সাড়া ফেলে দেয়। অনেকে বলছেন, এই রহস্যময় আলো আসলে ভিনগ্রহীদেরই মহাকাশযান। নিয়মিতই তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখছে।