জাতীয় ফুটবল দলে মামুনুল ইসলাম ও জাহিদ হোসেনকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ইয়াসিন খান ও সোহেল রানাকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপের সময় শৃঙ্খলাভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় দলে খেলতে না পারলেও তারা এ সময়ে ঘরোয়া ফুটবলে খেলতে পারবেন ।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে ব্যর্থতার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়। বুধবার শুনানি শেষে ন্যাশনাল টিমস কমিটি মামুনুল, জাহিদ, ইয়াসিন ও সোহেল রানাকে এই শাস্তি দেওয়ার কথা জানায়।
প্রসঙ্গত, ভারতে হওয়া সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমিফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে দেশের ফুটবলপ্রেমীদের আশাহত করে মামুনুলরা।