রিজার্ভের অর্থ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রে ফেডারে রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ম্যানিলার আদালতে মামলাটি দায়ের ও পরিচালনা করবেন একজন মার্কিন আইনজীবী। এ লক্ষ্যে মামলার প্রয়োজনীয় নথি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এরই মধ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হক কিউসিকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বাংলাদেশ ব্যাংকের রক্ষিত টাকা ছাড় করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। এ কারণে ফেডারেল রিজার্ভ ব্যাংক দায় এড়াতে পারে না। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্তৃপক্ষ মনে করে, আইনগতভাবে বিষয়টি জানার জন্য একজন আইনজীবী নিয়োগ দরকার। এ কারণে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, মামলা করার জন্য নয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আজমালুল হক কিউসিকে নিয়োগ দেওয়া হয়েছে। যিনি এই বিষয়ে আইনগত দিক পর্যালোচনা করবেন। তারপর কী করা যায়, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে ৯ মার্চ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংকের ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের একাউন্ট থেকে হ্যাকাররা প্রায় ৮০০ কোটি টাকা তুলে নিয়েছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা বলেছিলেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের একটি অংশ হ্যাকড হয়ে ফিলিপাইনে গেছে। যার পরিমাণ ৮১ মিলিয়ন ডলার। আরও কিছু অর্থ হ্যাকড হয়ে শ্রীলঙ্কায় গেছে। যার পরিমাণ ২০ মিলিয়ন ডলার। যা ইতোমধ্যে উদ্ধার করা গেছে এবং বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয়েছে।