কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ওপর সতর্কতা (ট্রাভেল অ্যালার্ট) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্যটি জানিয়েছে। এর আগে গুলশানে হলি আর্টিজানে হামলার পরও ভ্রমণ সতর্কতা জারি করেছিল দেশটি।
বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক জরুরি বার্তার মাধ্যমে এ ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশ সফরের ঝুঁকি সতর্কতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তার নাগরিকদের কিশোরগঞ্জ জেলা বা এর আশেপাশে না যাওয়ার জন্য অনুরোধ করেছে।
দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জারি করা ওই বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার মনে করে সন্ত্রাসী আক্রমণের ঝুঁকি সত্যি এবং বিশ্বাসযোগ্য। তাই সাম্প্রতিক সন্ত্রাসী আক্রমণের পরে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেন সতর্কতার সঙ্গে বাংলাদেশ সফরের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে।
এর আগে গত পয়লা জুলাই শুক্রবার ঢাকার কূটনৈতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় এক বাংলাদেশি আমেরিকানসহ ১৮ জন বিদেশি নিহত হন। ওই ঘটনার পরপর ২ জুলাই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জরুরি বার্তা ও পরে ৬ জুলাই সতর্ক বার্তা জারি করা হয় বাংলাদেশে ভ্রমণরত দেশটির নাগরিকদের জন্য।
ওই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারী বা তাদের পরিবার সদস্যদের পায়ে হেঁটে, বাইসাইকেলে, রিকশা বা অন্য যেকোনো ধরনের উন্মুক্ত যানবাহনে চলাচল, জনসমক্ষে বেরোনো এবং বড় কোনো জনসমাগমে না যাওয়ার জন্য বলা হয়েছে।