আমাদের গর্বের ধন কক্সবাজার তথা দক্ষিণ চট্টলার বিশিষ্ট সাংবাদিক, গবেষক, অধ্যাপক, কলামিষ্ট, কথক মালিক সোবহানের ৮ম মৃত্যুবার্ষিকী ৩১ মার্চ বৃহস্পতিবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) আয়োজনে ৩১ মার্চ সকাল ১০টায় কক্সবাজার প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে।
এতে কক্সবাজারের কর্মরত সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিএসএস’র সভাপতি আজাদ মনসুর ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ নয়ন বিনয়ের সাথে অনুরোধ জানিয়েছেন।