চকরিয়া মালুমঘাট বাজারে ভয়াবহ আগুনে ৭০টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। এদুর্ঘটানাটি ঘটেছে রবিবার রাত ৩টায়। এতে দোকান দাররা জানিয়েছেন ২ কোটি টাকা ক্ষতি হয়েছে।
ডুলাহাজারা উইনিয়নের মালূমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের লাগোয়া অবস্থিত মালুমঘাট বাজারটি ১৯৮২সাল থেকে পরিচালনা হয়ে আসছে। এই বাজারে রয়েছে ৪শতাধিক দোকান। এই বাজারের ব্যাবসায়ীরা প্রতিদিনের মত বেচা বিক্রি করে বাড়ীতে চলে যায়। এই অবস্থায় গত রবিবার রাত প্রায় ৩টায় মাছ বাজার এলাকায় কয়েকটি দোকান হঠাৎ আগুনে জ্বলতে থাকে।বাজারের পাহারাদাররা আগুনের লেলিকান শিখা দেখে হাউমাউ করে চিল্লাহচিল্লি শুরু করলে পাশি বাড়ীতে থাকা শওকত আলী মেম্বার ফায়ার সার্ভিস, চকরিয়া থানার ওসি, ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি মোবাইলে জানান। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটানা স্থলে এসে দীর্ঘ ২ঘন্টা ছেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবুও ২কোটি টাকা মূল্যের মালামাল সহ ৭০টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভোরে বাজার কমিটির সভাপতি মনজুর আলম বাজার পরির্দশনে আসলে বাজারের ব্যবসায়ীরা তাকে দায় করে বলেন এই বাজার আপনার নেতৃত্বে পুড়ে দেওয়া হয়েছে বলে মার মুখি নাজেহাল করেন এবং তাকে দোকানদারদের রোষানল থেকে মুরুব্বীরা বাজার অফিসে সরিয়ে নেন। এতে তিনি রক্ষা পান। বিক্ষুদ্বা ব্যবসায়ীরা সভাপতির বিরুদ্বে অভিযোগ করার জন্য ৩টি গাড়ি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। পরিস্থিতি এখন থমথমে। এ সংবাদ পেয়ে ইউ,পি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, আওয়ামীলীগ নেতা মনছুর আলম, যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম সহ স্থানীয় বিভিন্ন জন ্রপতিনিধিরা বাজারটি পরির্দশন করেন।