মিয়ানমারে ৫০ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংসদ অধিবেশনে বসেছে সংসদ সদস্যরা। সোমবার বিবিসির এই প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ অধিবেশনে অং সান সুকির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) রাজত্ব করছে। নভেম্বরের নির্বাচনে এনএলডি ৮০ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছিল।
তবে সব আসনের এক চতুর্থাংশ সেনাবাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত আছে। এছাড়া কিছু গুরুদ্বপূর্ণ মন্ত্রীত্বের পদও তাদের দখলে রয়েছে।
নতুন সংসদের প্রথম কাজই হলো একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা।
বিদায়ী নেতা থেইন সেইনকে গত বছরের মার্চ মাসে ক্ষমতাচ্যুত করা হয়। কিন্তু ১৫ বছর ধরে গৃহবন্দী অবস্থায় থাকা সুকির ছেলেরা ব্রিটিশ হওয়ায় তিনি প্রেসিডেন্ট হওয়ায় বাধা আছে। তবে তিনি নতুন নেতার মাধ্যমে নিজের প্রভাব ধরে রাখার চেষ্টা করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন।