একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আপিলের রায় বদলাতে আর্থিক লেনদেন হয়েছিল বলে অভিযোগ করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ একটি বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপর এক সেমিনারে এসব কথা বলেন তিনি। শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ যুদ্ধাপরাধীদের ফাঁসি না দেয়ার জন্য চাপ দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর সাহসী কন্যা শেখ হাসিনা কোনো শক্তির কাছে মাথা নত করেননি। আর এ জন্যই মীর কাসেমের এই রায় এসেছে। না হলে রায় অন্যদিকে চলে যেত। কারণ এখানে যে কত টাকার যে লেনদেন হয়েছে।’ কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার প্রসঙ্গে প্রধান বিচারপতির মন্তব্যকে ‘রাস্তার মানুষের মন্তব্য’ বলে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘তনু হত্যা সম্পর্কে চিফ জাস্টিস যা বলেছেন, তা যদি রাস্তার কোনো লোক বলত- মানা যেত।’ রাস্তার মানুষ এবং প্রধান বিচারপতির কথা এক হতে পারে না। এতে করে একটি বিচারাধীন বিষয়ে প্রধান বিচারপতির এমন মন্তব্য তদন্ত ও বিচারকার্য প্রভাবিত হতে পারে। প্রসঙ্গত, এক অনুষ্ঠানে তনু হত্যার ঘটনায় প্রধান বিচারপতি বলেছিলেন, ‘প্রচলিত আইনে তনু হত্যার বিচার সম্ভব নয়।’