উখিয়া উপজেলায় সম্প্রতি অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কামনা, বিভিন্ন বালা মসিবত ও মুশকিল আসানের উদ্দেশ্যে উখিয়া থানায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বেকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানায় এ মাহফিলে আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন উখিয়ার স্টেশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি পুলিশের সভাপতি শফিউল আলম বাবুল, আওয়ামী লীগ নেতা নুরুল হুদা, মো. মুছাসহ থানার অফিসার ও কনস্টেবলগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোনাজাতে স্থানীয়ভাবে উখিয়ার শান্তি শৃঙ্খলা উন্নতিসহ দেশের সমৃদ্ধি কামনা করা হয়।