কাঁধের ইনজুরিতে পড়া মুস্তাফিজের জন্য শুভ কামনা জানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ। ইনজুরির কারণে ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে ছিটকে গেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিসিবির শঙ্কা পাঁচ মাস দলের বাইরে থাকতে হতে পারে তাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে নিজেদের ভেরিফাইড পেইজে মুস্তাফিজুর রহমানের শুভ কামনা করে হায়দ্রাবাদ লিখেছে, তারা আশাবাদী খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন ফিজ। হায়দ্রাবাদের হয়ে এবারের আইপিএল জয়ে দারুণ ভূমিকা ছিলো কাটার মাস্টারের। জিতে নিয়েছিলেন আইপিএলের উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
তবে আইপিএল জয় করে হ্যামিস্ট্রিং ইনজুরি নিয়েই দেশে ফিরেছিলেন মুস্তাফিজ। এরপর দীর্ঘ দিন বিসিবির পুনর্বাসন প্রক্রিয়া শেষে কাউন্টি খেলতে ইংল্যান্ড যান তিনি। কিন্তু সাসেক্সের জার্সিতে দুই ম্যাচ খেলে আবারো সেই পুরনো ইনজুরিতে পরেছেন এই কাটার মাস্টার।