ছবিঃ সংগৃহীত
ডেইলি কক্সবাজার.কম ডেস্ক :
কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারের পর রাগে-ক্ষোভ আর ভারাক্রান্ত মন নিয়ে মাত্র ২৯ বছর বয়সে আর্ন্তজাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনা ফুটবলের প্রাণভোমরা। এরপর গোটা ফুটবল বিশ্ব জুড়ে তার অগণিত ভক্ত-সমর্থকদের একটাই আকুতি, ‘ফিরে এসো মেসি’।
বাদ যাননি ফুটবল বিশ্বে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার সাফ জানিয়ে দিয়েছেন মেসির কান্না তাকেও কষ্ট দেয়। পাশাপাশি রোনালদো চাইছেন আন্তর্জাতিক ফুটবলে ফিরে আসুক মেসি। স্প্যানিশ এক সংবাদ মাধ্যমকে এমনটাই জানান রোনালদো।
বললেন, ‘মেসির চোখের পানি দেখতে ভালো লাগে না। ও খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে লোকের এটা বোঝা উচিত।’
পর্তুগালের অধিনায়ক আরও বলেন, ‘মেসি হারতে জানে না। ও হতাশ হতে অভ্যস্ত নয়। এমনকি দ্বিতীয় হতেও অভ্যস্ত নয়। পেনাল্টি মিস করা আপনাকে বাজে খেলোয়াড় বানাতে পারে না। এটা হতেই পারে।’
ফুটবলপ্রেমীদের একান্ত চাওয়াটাও বেজে উঠল রিয়াল মাদ্রিদের এই তারকার গলায়। তিনি বলেন, ‘মেসির চোখে পানি দেখাটা কষ্ট দেয়। আমি আশা করব ও তার দেশের হয়ে আবারও মাঠে ফিরবে।’
কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, প্রেসিডেন্ট মরিসিও মাক্রি থেকে শুরু করে সাধারণ সমর্থক- সবাই মেসিকে অবসর ভেঙে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। এবার অবসর ভেঙে ফিরে আসার অনুরোধ করলেন সিআর সেভেন। এখন দেখার বিষয় রোনাদলদোর অনুরোধ রাখেন কি না মেসি।
ছবিঃ সংগৃহীত
২০০৫ সালে মেসি শুরু করেছিলেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার। বহু সাফল্যের কারিগর মেসি দেশকে কিছু দিতে পারেননি বলে দুয়োধ্বনি শুনতে হয়েছে সব সময়ই। ভেবেছিলেন বদলে দেবেন সব ধারণা। কিন্তু শেষ বেলায় হতাশাই জুটলো তার ভাগ্যে।
কোপা কাপের শতবর্ষী টুর্নামেন্টের ফাইনালে চিলির কাছে পেনাল্টিতে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ওই ম্যাচে পেনাল্টিও মিস করেন মেসি। ম্যাচ হারা আর পেনাল্টি মিস যেন কিছুতেই মেনে নিতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার। তাই রাগে ক্ষোভে দেশের জার্সি খুলে রাখলেন নিজের ১১৩তম ম্যাচে। অবশ্য সঙ্গে রয়ে গেল দেশের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড।