মহেশখালীতে কাঁচা মাটির ঘরের দেয়াল চাপা পড়ে রুবি আক্তার(২৫) নামে এক গৃহবধু মারা গেছে। আহত হয়েছে তার স্বামী খাইরুল কবির। রোববার মধ্যরাত ৩ টার দিকে পৌর সভার পুটিবিলা গ্রামে এ দূঘর্টনা ঘটে।
মহেশখালীর ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, প্রতিদিনের মতো রাতে খাইরুল কবির ও তার পরিবার ঘুমাতে যান। এক পর্যায়ে হঠাৎ ঘরের দেয়ালটি চাপা পড়ে তাদের ঘুমন্ত শরীরের উপর। শোর চিৎকারে স্থানীয়রা স্বামী খাইরুল কবির ও তার স্ত্রী রুবি আর সন্তানদের উদ্ধার করে । কিন্তু ঘটনাস্থলেই মারা যায় রুবি আকতার। আহত স্বামী খইরুল কে নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় চমেকে। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে স্বামী খাইরুল কবির।
নিহত রুবির মরদেহ বাড়ীতে রাখা হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের চায়া নেমে এসেছে।