‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’ নামের সাংবাদিকদের আরেকটি সংগঠনের আনুষ্টানিক যাত্রা শুরু হওয়ার একদিনের মাথায় ভাঙ্গনের সুর লেগেছে। ওই সংগঠনটির নতুন আহবায়ক কমিটির সদস্য সচিব রাশেদ রিপন তার অবস্থান থেকে সরে এসেছেন। তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে দাবি করেছেন, তাকে সদস্য সচিব করে যে সংগঠনটির সংবাদ বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে তা ‘সত্য নয়’।
তিনি ওই স্ট্যাটাসে দাবি করেন, ‘আমি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফির নেতৃত্বে ঐক্যবদ্ধ।’
রাশেদ রিপন আশা করেন, ‘কথিত “রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার” আমার নাম ব্যবহার করা থেকে বিরত থাকবে।’
অপরদিকে নতুন ওই সংগঠনের আহবায়ক আরফাতুল মজিদ ফেসবুকে রাশেদ রিপনের স্ট্যাটাসের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ছবি কথা বলে। কথা আর কাজের মিল আছে কিনা আপনারা দেখেন।’
ওই ছবিতে ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’ গঠনকল্পে যে সভা হয়েছিল সেখানে রাশেদ রিপনের উপস্থিতি গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করে দেয়া হয়েছে।
তবে রাশেদ রিপন তার ফেসবুক স্ট্যাটাসে যা লিখেছেন তা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
‘সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, আমি কক্সবাজারের প্রতিষ্টিত পেশাদার সাংবাদিকদের প্রিয় সংগঠন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির একজন গর্বিত সদস্য। গতকাল প্রায় একই নাম ব্যবহার করে আমাকে ওই সংগঠনের সদস্য সচিব উল্লেখ করে বিভিন্ন পত্রিকা, প্রেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ ছাপা হয়েছে। যা আদৌ সত্য নয়। এ ব্যাপারে বিভ্রান্তির কোন অবকাশ নেই। আমি কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আশা করি, এই পোষ্টের পর কথিত “রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার” আমার নাম ব্যবহার করা থেকে বিরত থাকবে।
রাশেদ রিপন
সদস্য
কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি।’
এ ব্যাপারে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী দাবি করেন, তাদের প্রতিষ্টিত সংগঠন নিয়ে চক্রান্তের অংশ হিসেবেই ওই কমিটি গঠন করা হয়েছে।
কারা কারা এই সংগঠন করার পেছনে জড়িত তাদের নামও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের একটি রেস্তোঁরায় বসে ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’ নামেও ওই সংগঠনটির যাত্রা শুরু করা হয়।
রাশেদ রিপনের ই-মেইল ঠিকানা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি মতে, নতুন এই সংগঠনের আহবায়ক হয়েছেন আলোকিত বাংলাদেশ ও আজকের কক্সবাজারে কর্মরত আরফাতুল মজিদ আর সদস্য সচিব হয়েছেন আজকের দেশ বিদেশে কর্মরত রাশেদ রিপন।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, জেলা শহরে কর্মরত ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল’ সংবাদ কর্মীদের সমন্বয়ে এই সংগঠন করা হয়েছে।
আহবায়ক আরফাতুল মজিদ ও সদস্য সচিব রাশেদ রিপন ছাড়াও এই কমিটিতে রয়েছেন যুগ্ন আহ্বায়ক ছৈয়দ নুর (সমুদ্রবার্তা) ও এইচ এম নজরুল ইসলাম (কক্সবাজার বার্তা) এবং নির্বাহী সদস্য শাহাদাত হোসেন (আমাদের কক্সবাজার)।
ওই সভায় আরও উপস্থিত ছিলেন সংবাদকর্মী শফিউল আলম, সাদ্দাম হোসেন, মারুফ ইবনে হোসেন, সাইফুল আলম বাদশা, সাইফুল ইসলাম, জিয়া উদ্দিন বাবলু, তৌহিদুল ইসলাম, মোঃ ফারুক ও নুরুল আজিম নিহাদ।