১৯৭১ সালে মানবতা বিরোধী আপরাধের দায়ে গ্রেফতার হয়ে জেলে থাকা মহেশখালীর রাজাকার জিন্নাত আলী মৃত্যু বরণ করেছে। গাজীপুরের কাশিমপুর কারাগারে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে মো. জিন্নাত আলী ওরফে জিন্নাত এর বয়স ছিল ৬৫ বছর।
বুকে ব্যথা হওয়ার অভিযোগ পেয়ে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার মধ্যরাতে জিন্নাত আলী বুকে ব্যথার অভিযোগ করলে তাকে প্রথমে কারা হাসাপাতালে নেওয়া হয়।
“সেখান থেকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিনই জিন্নাতকে আটক করা হয়। এর পর গত পাঁচ মাস তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।
জিন্নাতসহ কক্সবাজারের মহেশখালীর ১৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যা ১৯ জানুয়ারি আদালতে দাখিলের কথা রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার বলেন, “ তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।”