ডেইলি কক্সবাজার ডেস্ক :
ভালোবাসার বা প্রেমে পড়ার কিংবা কাউকে প্রেমে ফেলার নির্দিষ্ট কোনো সূত্র নেই৷ তবে কিছু বিষয় আছে যেগুলো কাউকে প্রেমে ফেলতে অনেক ক্ষেত্রেই ভূমিকা রাখে৷ মনস্তাত্ত্বিকরা অন্তত তা-ই বলছেন৷
চোখের নজর
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মনস্তাত্ত্বিক জিক রুবিনের মতে ভালোবাসার জন্য চোখের নজর বেশ গুরুত্বপূর্ণ৷ দেখা গেছে যাঁরা প্রেমে পড়েছেন, তাঁদের অন্তত ৭৫ ভাগই চোখে চোখ রেখে কথা বলার সুফল পেয়েছেন৷ তাই সত্যিই যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার চোখে চোখ রেখে কথা বলুন৷ কখনো কখনো অস্বস্তিকর মনে হলেও কথা বলার সময় চোখে চোখ রেখেই কথা বলুন৷
কথা শুনুন
কিছু লোক সবসময় নিজের কথা বলতে পছন্দ করে৷ প্রেমের ক্ষেত্রে এই অভ্যাস ভালো নয়৷ কারো মন পেতে হলে তার মনের কথা না শুনে শুধু নিজে কথা বললে কখনো কাজ হবে? যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নেভাদার এক সমীক্ষা অনুযায়ী, যারা ভালো শ্রোতা তারা মনের মানুষ পাওয়ায় বেশি সফল৷
প্রশংসা করুন
মনস্তাত্ত্বিক গ্যারি নিউম্যান মনে করেন, যাকে প্রেমিকা হিসেবে পেতে চান তার কোনো ভালো কাজের প্রশংসা করাটাও খুব জরুরি৷ অনুপ্রেরণা পেলে কাজের উৎসাহ কাউকে প্রেমে উৎসাহীও করে তুলতে পারে বলেই তিনি মনে করেন৷
হাসুন
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ড্রেক-এর এক সমীক্ষা বলছে, হবু প্রেমিকার মুখোমুখি হলে গোমড়া মুখে বসে না থেকে যত খুশি হাসলেই লাভ৷ তাহলে হওয়ার হলে প্রেম নাকি তাড়াতাড়ি হবে!
স্পর্শ
প্রেমের ক্ষেত্রে স্পর্শটাও অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ৷ মনস্তাত্ত্বিকরা বলছেন, কখনো কখনো সামান্য একটু স্পর্শও মন কেড়ে নেয়৷ -ডচভেলে