ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যকার ম্যাচের পরই এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন মাশরাফি বিন মর্তুজা। গতকাল রোববার মিরপুরের ওই বৈঠকে আরও ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার। ড্রেসিং রুমের ওই বৈঠকে কিছুক্ষণ পর যোগ দেন খালেদ মাহমুদ সুজন। তবে চারজনের এই বৈঠকে কী কথা হচ্ছিলো?
বৈঠকের শেষে খোলাসা করলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘এমনি কথা হচ্ছিল। অধিনায়ক কি রকম টিম দেখতে চায় এই ব্যাপারে। নাথিং স্পেশাল আসলে। নান্নু ভাইরাও এসেছেন এই কারণে। ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার পারফর্ম করছে না। ফর্মে নাই অনেকে।’
সুজন আরও জানান, চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও সেখানে আলোচনা হয়। জাতীয় দলের কিছু তারকা ডিপিএলে আশানুরূপ পারফর্ম করতে পারছেন না বলে আশাহত তারা।
তবে জাতীয় দলের ক্রিকেটারদের প্রতিভা ও সামর্থ্য নিয়ে নির্বাচক কমিটির কোনো সন্দেহ নেই জানিয়ে তিনি বলেন, ‘ন্যাশনাল টিমের যারা খেলছে তাদের নিয়ে তো ডাউট নেই। তাদের অভিজ্ঞতা আছে বিদেশের মাটিতে খেলার। সেগুলো তো বিবেচনা হবেই। ওটা নিয়েই। কে কেমন করছে, এছাড়া আর কিছুই না।’