হলিউডে নিজের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর কাজে বেশ কিছুদিন ভারতের বাইরে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর দৃশ্যধারণ হয়েছে কানাডার টরন্টোতে। গত ১৮ মার্চ একদিনের জন্য ভারতে ফেরেন তিনি। দেশে এসেই এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ‘বাজিরাও মাস্তানি’ তারকা গিয়েছিলেন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্রীলঙ্কায় যাওয়ার আগে মুম্বাইয়ে যাত্রাবিরতিতে বান্দ্রায় প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের বাড়িতে গিয়েছিলেন দীপিকা। দু’জনে মিলে ছাদে গিয়ে অনেকক্ষণ আড্ডা দেন।
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর-দীপিকার হয়ে যান ভালো বন্ধু। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ তারা। কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ছাড়াছাড়ির পর মনমরা হয়ে আছেন রণবীর। তাই এখন পুরনো প্রেমিকা দীপিকার মাঝেই সান্ত্বনা খুঁজছেন ‘রকস্টার’ তারকা।
মজার বিষয় হলো, রণবীরের সঙ্গে সম্পর্কের পাট চুকে যাওয়ার পর ক্যাটরিনাও তার প্রাক্তন প্রেমিক সালমান খানের শরণাপন্ন হয়েছেন। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে নতুন বাড়ি খুঁজে দিতে সহযোগিতা করেছেন ‘বজরঙ্গি ভাইজান’ তারকা।
এদিকে রণবীর ও ক্যাটরিনা একসঙ্গে কাজ করছেন অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ ছবিতে। তবে পেশাদারি সম্পর্ক রেখে যতোটা সম্ভব একে অন্যকে এড়িয়ে চলছেন তারা।