বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কক্সবাজার জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৩ জানুয়ারি রবিবার দুপুর ১২টায় উখিয়া প্রেস ক্লাবের সভাকক্ষে জৈষ্ঠ্য সাংবাদিক রফিক উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়নের মহা-সচিব মোহাম্মদ খাইরুল আলম রফিক, বসকো’র সহ-সভাপতি আসাদুজ্জামান তালুকদার, যুগ্ম মহাসচিব মোঃ ওয়াহিদুল ইসলাম ও মনিরুল হক রাজু, নিরপেক্ষ বার্তা পত্রিকার বার্তা সম্পাদক আসাদুজ্জামান, চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও অপরাধ সংবাদের প্রধান প্রতিবেদক মনির হোসন নিলয়, বসকো মহানগর কমিটির যুগ্ম মহাসচিব আরিফুল ইসলাম, বসকো সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, বসকো’র প্রচার সম্পাদক আশরাফুল আলম ডলার, উখিয়া নিউজ টুডের সম্পাদক ও প্রকাশক আরিফ সিকদার বাপ্পী, সীমান্ত বাংলা ডটকমের সম্পাদক ও প্রকাশক মোসলেহ উদ্দিন, অপরাধ সংবাদের কক্সবাজার ব্যুরো প্রধান আবদুর রহিম সেলিম, বাংলাদেশ প্রতিদিন ও পূর্বদেশের উখিয়া প্রতিনিধি শফিক আজাদ প্রমূখ। আলোচনা সভা শেষে দৈনিক ইত্তেফাক, সুপ্রভাত বাংলাদেশ ও দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি রফিক উদ্দিন বাবুলকে সভাপতি এবং আমাদের সময় ও কক্সবাজার ৭১ এর প্রতিনিধি আবুদর রহিম সেলিম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন, পূর্বদেশ, দৈনিক ইনানী প্রতিনিধি শফিক আজাদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো’র) কক্সবাজার জেলা কমিটি ঘোষণা করেন বসকো’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।
কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন, মোসলেহ উদ্দিন সহ-সভাপতি (বাংলাদেশ সময় ও বাঁকখালী), সহ-সভাপতি আরিফ সিকদার বাপ্পী (উখিয়া নিউজ টুডে), ওবাইদুল হক চৌধুরী আবু, যুগ্ম সাধারণ সম্পাদক (উখিয়া নিউজ ডটকম), সরোয়ার আলম শাহীন অর্থ সম্পাদক (মানবজমিন), খাইরুল আমিন তানভীর শাহরিয়ার দপ্তর সম্পাদক (উখিয়া নিউজ টুডে), মোহাম্মদ নুরুল হক ধর্ম বিষয়ক সম্পাদক (হিমছড়ি), শহিদুল ইসলাম তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনন্দিন), শহীদ মিরাজ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (আলোকিত উখিয়া), সদস্য সিনিয়র সাংবাদিক রতন কান্তি দে (কক্সবাজার বার্তা), রফিক মাহামুদ (দেশবিদেশ)। পরে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন নেতৃবৃন্দরা নবগঠিত কর্মকর্তাদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।