নিজস্ব প্রতিবেদক :
‘‘সত্যের পক্ষে এক জাঁক কলম সৈনিক” এ শ্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রাঙামাটি জার্নালিষ্ট নের্টওয়াক (আর জে এন)।
বুধবার সকালে শহরের বনরূপায় রাঙামাটি জার্নালিষ্ট নের্টওয়াক (আর জে এন) এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনটির নাম আত্মপ্রকাশ করা হয়।
এসময় দ্যা নিউ এইজ রাঙামাটি প্রতিনিধি ও সিএইচটি জার্নাল ডটকম এর সম্পাদক শান্তিময় চাকমাকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বেসরকারি টেলিভিশন নিউজ২৪ প্রতিনিধি ও সিএইচটিডে২৪.কম এর সম্পাদক ফাতেমা জান্নাত মুমু’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭সদস্য কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. আনোয়ার হক (দ্যা ইন্ডিপেডেন্ট), অর্থ-সম্পাদক বিনয় চাকমা (সিএইচটি জার্নাল ডটকম), সাংগঠনিক সম্পাদক প্রর্বতন চাকমা (দ্যা ফাইনানশিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মো. আব্দুল নাঈম মোহনা ও (দৈনিক রাঙামাটি ) নির্বাহী সদস্য মহুয়া জান্নাত মনি (দৈনিক আমার সংবাদ)।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছর কমিটির কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া সভায় সংগঠনরে গঠনতন্ত্র গঠন এবং মূল্যায়নসহ সংগঠনকে আরো বেশি গতিশীল ও গনতান্ত্রিক করতে বেশ কিছু গুরুত্বর্পূণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের নব নির্বাচিত সভাপতি শান্তিময় চাকমা বলেন, এ ঐক্যবদ্ধ প্রয়াস রাঙামাটি পার্বত্য জেলার কর্মরত সংবাদ কর্মীদের পেশাগত মান্নোয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে এ সংগঠন বিশেষ অবদান রাখবে। তিনি এ রাঙামাটি জার্নালিষ্ট নের্টওয়ারকের নতুন পথচলাকে স্বাগত জানাতে স্থানীয় সকল সাংবাদিক ও প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান।
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু বলেন, পার্বত্যাঞ্চলে গণমাধ্যম কর্মীদের সঠিক অবস্থান তৈরি করতে প্রথমে ঐক্য জরুরি। তাই পেশাগত উৎকর্ষ সাধণের লক্ষ্যেই এ সংগঠনের পথচলা। এ পথচলায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তাই সত্যের পথে যেকোন সমস্যা উত্তরণে ও নিজেদের পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার উদ্দেশ্যেই এ সংগঠনের আত্মপ্রকাশ।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া সকল জাতিগোষ্ঠীর ধর্ম বর্ণের মানুষদের সুখ, দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও এলাকার বাস্তব চিত্র তুলে ধরে রাঙামাটি পার্বত্য জেলাকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে এ কলম সৈনিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
অভিনন্দন :
রাঙামাটি জার্নালিষ্ট নের্টওয়াক (আর জে এন) নব নির্বাচিত সভাপতি শান্তিময় চাকমা ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু এবং সংগঠনের অন্যান্য সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে পর্যটন নগরী ক্সবাজারের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর সম্পাদক ও প্রকাশক ছৈয়দ মোহাম্মদ শাকিল, ‘ডেইলি কক্সবাজার’ নির্বাহী সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিন এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার শাহজাহান চৌধুরী শাহীন, বার্তা সম্পাদক আরফতা সাইফুল, দৈনিক আজকের দেশ বিদেশ এর স্টাফ রিপোর্টার ও পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম নোবেল, দৈনিক সাগর দেশ এর এন আলম সিকদার ও ডেইলি কক্সবাজার এর স্টাফ করেসপন্ডেন্ট নুরুল হাকীম ।