অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী রাজনৈতিক হিসেবে সৎ, ন্যায়পরায়ণ ও দক্ষ সংগঠক ছিলেন। দূর্নীতি তাঁকে কখনো স্পর্শ করতে পারেনি। আমৃত্যু তিনি দেশ ও সমাজের উন্নয়নে কাজ করে গেছেন। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান এ কথা বলেন।
রোববার (০৩ এপ্রিল) বিকেলে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আরও বলেন, কক্সবাজার ও রামুর একজন কৃতী সন্তান হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওসমান সরওয়ার আলম চৌধুরী নিজ এলাকাকে নিয়ে বেশী ভাবতেন। যোগ্য উত্তরসুরী হিসেবে রামু-কক্সবাজারের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য সন্তান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম,পি।
অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মরহুমের পুত্র টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। টুর্ণামেন্ট উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি, সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম চৌধুরী, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম চৌধুরী, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, প্রাবন্ধিক এম সুলতান আহাম্মদ মনিরী, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, রামু বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহাম্মদ, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, চৌমুহনী বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ।
এর আগে পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান তপন মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ, মক্কা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক। এতে আওয়ামীলীগ নেতা নুরুল হক, সাবেক কৃতি ফুটবলার সুবির বড়ুয়া বুলু, জ্যোতির্ময় বড়ুয়া, নবু আলম, রুহুল আমিন, রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে দক্ষিণ মিঠাছড়ি ফুটবল ইউনাইটেড বনাম রামু বাজার অনুশরণ ক্রীড়া সংস্থা। এতে টাইব্রেকারে জয়লাভ করে দক্ষিণ মিঠাছড়ি ফুটবল ইউনাইটেড।