রামুতে অপহৃত এক কিশোরীকে তিনমাস পর উদ্ধার করেছে পুলিশ। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকার নবী হোছনের কিশোরী কন্যা হুমায়রা আকতার ২০১৫ সালের ২ অক্টোবর অপহরণের শিকার হন। এ ঘটনায় ওই বছরের ২৫ অক্টোবর কক্সবাজার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (সিপি ১২৮৫) করেন অপহৃত কিশোরীর পিতা নবী হোছন। মামলায় কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোন পাহাড়পাড়ার মোহাম্মদ নুরুর ছেলে আবদুল করিম, মো. কালুর ছেলে আবদুল খালেক, শামসু মিয়ার ছেলে আবদু ছোবহানকে অভিযুক্ত করা হয়। অপহরণের তিন মাস পার হলেও মামলায় অভিযুক্ত কাউকে আটক করেনি পুলিশ।
মামলা তদন্তকারি কর্মকর্তা রামু থানার এসআই হাবিব অপহৃত কিশোরীকে উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, গতকাল রবিবার ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তবে কখন ও কিভাবে উদ্ধার করা হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা ব্যস্ত রয়েছেন জানিয়ে ফোন কেটে দেন।
রামু থানার ওসি তদন্ত মো. কায় কিসলু জানিয়েছেন, কিশোরী হুমায়রাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ২২ ধারায় তার জবানবন্দি নেয়া হয়েছে।