রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি চা-বাগান খাল খনন কাজ বুধবার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রামু উপজেলায় ২৫টি প্রকল্পের অংশ হিসেবে চা বাগান খালের ১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান রিয়াজুল বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। নানা কৃষি উপকরণ সরকার সূলভমূল্যে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। খাল খননের মধ্য দিয়ে সেচ সুবিধা লাভ করে এ এলাকার উৎপাদিত শস্য সমৃদ্ধি লাভ করবে। তিনি আরো বলেন সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, বিএডিসি কক্সবাজার জোনের গুদাম রক্ষক ও মাঠ পর্যবেক্ষক অমূল্য বড়ুয়া, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, আমিন উদ্দিন মনু মেম্বার, নুরুল ইসলাম মেম্বার, আলহাজ্ব আমীর হোসেন সাবেক মেম্বারসহ এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ একই এলাকার তিন ঘর পাড়ার ছরার উপর নির্মাণাধীন ব্রীজের কাজ পরিদর্শন করেন।