কক্সবাজার শহরে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এর স্থান পরিবর্তন হয়েছে। কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে শনিবার রামু ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে সম্মেলন স্থলে চলছে সকল প্রস্তুতি। ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মূফতি আবুল কাসেম নোমানী।
এছাড়া সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন ইসলামী সম্মেলন সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (ইত্তেহাদুল মাদারিস) এর সেক্রেটারী জেনারেল আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী, সম্মেলন সংস্থার সেক্রেটারী জেনারেল ও ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা মুফতি আরশাদ রহমানী, আল্লামা জুনাইদ আল হাবীব, আল্লামা আব্দুল বাসেত খান, আল্লামা খোরশেদ আলম কাসেমী প্রমুখ।
সম্মেলন বাস্তায়ন কমিটির প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর জানান, ইসলামী সম্মেলন সংস্থার জেলা সাধারণ সম্পাদক আলী হাসান চৌধুরী ও নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ, মাওলানা সিরাজুল ইসলাম সিকদার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ সম্মেলনস্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতি তদারক করছেন।
এই ইসলামী মহাসম্মেলনে দলমত নির্বিশেষে সকলকে স্বতঃস্ফূর্তভাবে শরিক হওয়ার আহবান জানিয়েছেন, সম্মেলন সংস্থার জেলা সভাপতি মাওলানা মোকতার আহমদ, নির্বাহী সভাপতি মাওলানা মুহাম্মদ মুসলিম, সাধারণ সম্পাদক আলী হাসান চৌধুরী ও নির্বাহী সাধারণ সম্পাদক মাওলানা মোহছেন শরীফ। সম্মেলনের ব্যাপারে প্রশাসনসহ সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে চলমান ‘অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ’ ক্রিকেটের কারণে ইসলামী মহাসম্মেলনের নির্ধারিত স্থান পরিবর্তন করা হয়েছে।