রামুতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে সাড়ে তিন বছরের শিশু মোহাম্মদ তাওসিফ। বৃহষ্পতিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মোহাম্মদ তাওসিফ ওই এলাকার রং মিস্ত্রি আবদুল খালেকের ছেলে।
জানা গেছে, বিকালে বাড়ির উঠোনে খেলা করার সময় শিশু তাওসিফ পরিবারের সদস্যদের অগোচরে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ উঠোনে শিশুটিকে না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে। বিকালে সাড়ে তিনটায় স্থানীয় লোকজন পুকুরে শিশুটির মৃতদেহ ভাসতে দেখে। শিশু তাওসিফ এর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল রাতে এশার নামাজের পর রামু অফিসেরচর ইসলামিয়া এমদাদিয়া কাছেমুল উলুম মাদরাসা মাঠে নামাজে জানাযা শেষে শিশুটিকে দাফন করা হয়।
আরো জানা গেছে, আবদুল খালেকের বড় ভাই আবদুল মাজেদের শিশু সন্তানও ইতিপূর্বে এ পুকুরে পড়ে প্রাণ হারিয়েছিলো। এ নিয়ে এ পুকুরে একই পরিবারের দু শিশু সন্তান প্রাণ হারালো।