রামুতে পুকুর থেকে একটি বুদ্ধমূর্তি উদ্ধার হয়েছে। রোববার বিকালে রামু সদরের পশ্চিম মেরংলোয়া এলাকার গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন একটি পুকুরের পানি থেকে বুদ্ধমূর্তিটি উদ্ধার করা হয়।
বুদ্ধমূর্তি উদ্ধার হওয়া পুকুরটি বৌদ্ধ সম্প্রদায়ের এক ব্যক্তির মালিকানাধীন এবং স্বর্ণালী রঙের দন্ডায়মান অবয়বের এ বুদ্ধমূর্তিটি রামু কেন্দ্রিয় বৌদ্ধ সীমা বিহারে রাখা হয়েছে।
বুদ্ধমূর্তি উদ্ধারকারীর বরাত দিয়ে ওই বিহারের আবাসিক ভিক্ষু শীলপ্রিয় থের সহ কয়েকজন জানান, শীত মৌসুমের কারণে পুকুরের পানি শুকিয়ে প্রায় গেছে। শুকিয়ে যাওয়া অংশে মাটির উপরে উদ্ধার হওয়া মূর্তির কিছু অংশ দেখা যাচ্ছিল। পুকুরের মালিকরোববার বিকালে বুদ্ধমূর্তিটি উদ্ধার করে বাড়ীতে নিয়ে আনেন। এ বিষয়টি কেন্দ্রিয় সীমা বিহারের দায়ক-দায়িকাদের পুকুর মালিক অবহিত করেন। পরে কীর্তন সহকারে বৌদ্ধ বিহারে নিয়ে আসা হয়। এ খবর বৌদ্ধ পল্লীতে ছড়িয়ে পড়লে শত শত লোকজন মূর্তিটি দেখতে ও পূজা করতে ছুটে আসেন।
ধারণা করা হচ্ছে, গত ২০১২ সালে রামুতে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় লুট হওয়া বুদ্ধমূর্তির মধ্যে এটি একটি হতে পারে। হয়তো লুটপাটকারীরা এটি পুকুরে ফেলে দিয়েছেন।