রামুতে হাতির আক্রমণে এক একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৬ টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমানা সংলগ্ন রামুর রাজারকূল ইউনিয়নের সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পরেশ বড়–য়া (৫২) রামুর রাজারকূলের রাংকূট বড়–য়া পাড়ার মৃত দিনমোহন বড়–য়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন ও নিহতের স্বজনদের বরাত দিয়ে রামু থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, সকালে ক্ষেতে কাজ করতে যাচ্ছিল পরেশ বড়–য়া। এসময় তার সাথে আরও ২ জন কাজের সঙ্গীও যাচ্ছিল। যাওয়ার পথে সোনাইছড়ি শিরা পাহাড় নামক এলাকায় ৩/৪ টি হাতির একটি দল তাদের উপর হামলে পড়ে। হাতির আক্রমণে ২ সঙ্গী পালিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে পদপিষ্ট হয়ে পরেশ বড়–য়া মারা যান। পরে স্থানীয়রা নিহতের মৃতদেহ উদ্ধার করে।
নিহতের মৃতদেহ তার বাড়ীতে রাখা হয়েছে বলে জানান ওসি আব্দুল মজিদ।