রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শহীদুল্লাহ শহীদ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৭ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর রশিদনগর ইউনিয়নের পানিরছড়া গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ শহীদ কক্সবাজার সদর উপজেলা পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। শহীদ সৌদি প্রবাসী এবং ঈদের মাসখানেক আগে দেশে ফিরেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রামু হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, যাত্রীবাহী তোবা পরিবহন সার্ভিসের একটি বাস কক্সবাজার শহর থেকে ছেড়ে ঢাকার দিকে রওনা হয়েছিল। পথে রামুর রশিদনগরের পানিরছড়া গ্যারেজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটি পুলিশ জব্দ করেছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আবুল কালাম।