কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দূর্ঘটনা ছমদ আলী (৬৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ফেব্র“য়ারি) সকাল ৯টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের উপজেলার রশিদ নগর জেটির রা¯Íা এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
নিহত ছমদ আলী উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটির রা¯Íা এলাকার মৃত বদিউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রা¯Íা পারাপারের সময় বৃদ্ধ ছমদ উদ্দিনকে দ্রুতগামী কক্সবাজারমুখী তিশা চেয়ারকোচ (ঢাকা মেট্টো ব ১৪-৬৫২১) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।