রামুতে মোটরসাইকেল চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় রাতেই একটা না একটা এই বাহন চুরি হচ্ছে। ৫ জানুয়ারি দিবাগত রাতে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া রামু হাসপাতালের সহকারী স্বাস’্য পরিদর্শক পংকজ শর্মার বাড়িতেও মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে। তিনি জানান, রাতে ঘরের তালা ভেঙে চোরেরা তার গাড়িটি চুরি করে। বিভিন্নস’ানে খোঁজাখুঁজি করে কোথাও গাড়িটির সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে পংকজ শর্মা রামু থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে গত ১৭ নভেম্বর দিবাগত রাতে রামু ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডলপাড়াস’ সাংবাদিক খালেদ হোসেন টাপুর বাড়ি থেকে রাত সাড়ে তিনটায় বাড়ির পেছনে রাখা পালসার মডেলের মোটর সাইকেলটি চোরেরা নিয়ে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি।
এর আগে ১৬ সেপ্টেম্বর রামু একই ইউনিয়নের মন্ডলপাড়া স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারের উত্তর পাশে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ হোসেনের বাড়িতে চোরের দল গ্রিল ভেঙে মোটর সাইকেল চুরি করে। মোটর সাইকেলটির মালিক ব্র্যাক ব্যাংক ঈদগাও শাখার ইনচার্জ মো. জামাল হোসেন। এছাড়া গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের মোহাম্মদ শাকিলের বাড়ি থেকে আরো একটি মোটর সাইকেল চুরি হয়। একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনায় মোটর সাইকেল মালিকরা আতংকে থাকলেও এসব ঘটনায় জড়িত সংঘবদ্ধচক্র অধরাই রয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতনমহল।