রামুতে পিকআপ চাপায় শাহজাহান (১১) নামের মাদ্রাসা ছাত্র প্রাণ হারিয়েছে। সে রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া আমতলিয়া পাড়ার নুর আহমদের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুর আড়াইটায় রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখি পিকআপ (চট্টমেট্টা অ ১১৬) সড়কে চলাচলকারি একটি বাইসাইকেলকে অতিক্রম করতে গিয়ে যায়। এতে সড়কের পাশে থাকা মাদরাসা ছাত্র শাহজাহানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি প্রাণ হারায়। শিশু শাহজাহান স্থানীয় নুরীয়া তালিমুল উম্মাহ নুরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় জনতা ঘাতক গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।