মিথ্যা, যিনা, কুফরী ও র্শিক করবে না, অপরের হক নষ্ট করবে না, গীবত করবে না, চুরি-ডাকাতি করবে না, সকাল সন্ধ্যা আল্লাহ তা’লার যিকির করবে, তাওবাহ্ করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জামিয়া আহ্লিয়া মঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম এর মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি।
তিনি রামু খিজারী হাই স্কুল স্টেডিয়ামে ইসলামী সম্মেলন পরিষদ আয়োজিত ২দিনব্যাপী ৩০তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রামু ইসলামী সম্মেলনের সাধারণ সম্পাদক আন্তর্জাতিক ইসলামী মুবাল্লিগ মাওলানা মুফতি মুর্শিদুল আলম চৌধুরীর তত্ত্বাবধানে ও রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক ও ইসলামী সম্মেলন পরিষদের সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন, জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোছাইন, চাকমারকুল জামেয়া দারুল উলূমের পরিচালক ও শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ জাকের, ইসলামী সম্মেলন কমিটির সভাপতি মাওলানা আমান উল্লাহ সিকদার।
৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) হাজার হাজার আলেম-ওলামা ও তাওহীদি জনতার স্বত:স্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে প্রধান মেহমান ছিলেন, আলহাজ্ব হযরত আল্লামা শাহ্ আহমদ শফি সাহেব, মুহতামিম, জামিয়া আহ্লিয়া মঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
বিশেষ মেহমান- আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী সাহেব, মুহতামিম, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। মাওলানা ছৈয়দ আলম আরমানী, প্রধান বক্তা মাওলানা মেরাজুল হক মাজাহারী, ঢাকা ও মাওলানা ইয়াকুব ওসমানী সাহেব, ঢেমরা, ঢাকা।
অন্যান্যদের মধ্যে তাশরীফ আনেন হযরত মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা আবদুল হক পীর সাহেব, সার্বিক সহযোগিতা করেন, মাওলানা আমিন উল্লাহ ছিদ্দিকী, আবুল কাসেম (এ.কে খাঁন), মাওলানা কামাল হোছাইন, ফরিদুল আলম চৌধুরী, মোঃ শাহজাহান, শহীদুল্লাহ প্রমূখ।
সম্মেলনে আল্লামা শাহ্ আহমদ শফি সাহেব আরো বলেন, তাক্ওয়া তথা খোদাভীতিপূর্ণ জীবনযাপনে গুরুত্বারোপ করেন। আল্লামা মুফতি আবদুল হালিম বোখারী সর্বাবস্থায় মহান আল্লাহকে স্মরণ করার জন্য আহ্বান জানান।
আল্লামা ছৈয়দ আলম আরমানী সৎ ব্যবসায়ীদের জন্য মহান আল্লাহার পুরষ্কার সম্পর্কে আলোকপাত করে সততা ও আমানতদারিতার সাথে ব্যবসা-বাণিজ্য করতে ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করেন। আল্লামা ইয়াকুব ওসমানী ইসলামী শিক্ষা ব্যবস্থা সর্বস্তরে সঠিকভাবে চালু রাখার আহ্বান জানান।
ইসলাম দেশ ও জাতির কল্যাণে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী এই ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়।