রামুর ঈদগড় পুরো খাল জুড়েই চলছে ব্যাপক চাষাবাদ। সরে জমিন পরিদর্শনে দেখা যায়, চলতি এই বোরো মৌসুমে ঈদগড় থেকে ঈদগাঁও পর্যন্ত পুরো খাল জুড়েই চাষাবাদ করে চলেছে এলাকার বিভিন্ন স্তরের চাষীরা। জানা যায়, কম খরচে সহজেই লাভজনক হওয়ায় এই চাষাবাদে ঝুকে পড়ছে ইউনিয়নের প্রায় হাজরো চাষী। ঈদগড় পূর্ব রাজঘাটা এলাকার কৃষক নুরুল আলম জানান, এই চাষাবাদে জমির খাজনা দিতে হয়না এবং আগাছা পরিষ্কার, বেশী সার প্রয়োগ সহ আরো যাবতীয় পরিচর্যা তেমন বেশী করা লাগেনা। ফলে খুবই লাভ জনক হওয়ায় বর্তমানে কৃষকরা ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ঈদগড়ের পুরো খাল জুড়েই চাষাবাদে আগ্রহ হচ্ছে। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, ঈদগড় খালে আনুমানিক ৫০হেক্টর জমিতে কৃষকরা চাষাবাদ করেছে। তিনি আরো জানান, এই চাষাবাদ যেমন লাভ জনক তেমনি ক্ষতিকরও। কেননা বৃষ্টি হলে নদীতে ব্যাপক পানি আসলে চাষ গুলো ডুবে গিয়ে নষ্ট হয়ে যায়। অপর এক কৃষিবিদ জানান, এভাবে চাষাবাদের কারণে নদী নাব্যতা হারাচ্ছে।