রামু উপজেলা দক্ষিণ মিঠাঠছড়িতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আজ ১৭ জানুয়ারি সকাল আটটায় রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাঠিরমাথা এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কে এ দূর্ঘটনা ঘটে।
এতে হতাহত সকলের মাহিন্দ্রা গাড়ির যাত্রী। নিহত নাম মফিজুর রহমান (৬০)। তিনি রামু’র ধুয়াপালং এলাকার বাসিন্দা। আর আহতরা হলেন, মাহিন্দ্রা চালক বাদশা (২১), যাত্রী নুরুন্নাহার (২২), নুপুর (২৩) ও মঞ্জুর (২০)।
স্থানীয় বাসিন্দা চাইল্যাতলী একে আজাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, টেকনাফ অভিমুখি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি যাত্রীবাহি মাহিন্দ্রা গাড়িকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে ওই অজ্ঞাত ব্যক্তি প্রাণ হারান এবং গুরুতর আহত হন ৫ জন। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেছে।