নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে রামু কলেজে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। সোমবার (১ জানুয়ারি ) সকাল ১০টায় রামু কলেজ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো.আবদুল হক। কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও রামু-কক্সাবাজার আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক দিক নির্দেশনায় শুরু হওয়া বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম কলেজের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর ছিদ্দিক উল্লাহ, রামু কলেজ গভণিং বড়ির সদস্য ইঞ্জিনিয়ার মীর কাশেম, কক্সবাজার সরকারী কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক এ.আর.এম আশিকুর রহমান। সপ্তাহ ব্যাপী কলেজে এই আয়োজনের শুরু দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন, খেলায় শৃংখলা বিষয়ে শপথ বাক্য পাঠ ও আলোর মশাল প্রজ্জলন করা হয়। সপ্তাহ ব্যাপী উক্ত আয়োজনে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে প্রথম দিনে ক্রীড়া আয়োজনে সার্বিক পরিচালানায় ছিলেন, ক্রীড়া শিক্ষক মো.জাহাঙ্গীর আলম, অধ্যাপক নিজামুল হক, ইজ্জত উল্লাহ, মানসী বড়–য়াসহ প্রমূখ। কলেজের সকল ছাত্র-ছাত্রীদের ব্যাপক অংশ গ্রহণের মাধ্যমে প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।