জেলা শহরে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক তরুণ ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীদের সমন্বয়ে কক্সবাজারে ”রিপোর্টারস ইউনিটি কক্সবাজার” নামে একটি নতুন সংগঠন আত্ম প্রকাশ করেছে। সাংবাদিকদের নতুন এই সংগঠনটি গঠণকল্পে ১৯ ফেব্রুয়ারী বিকেলে শহরের একটি অভিজাত রেস্তোরায় এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আরফাতুল মজিদকে ( আলোকিত বাংলাদেশ ও দৈনিক আজকের কক্সবাজার) আহ্বায়ক ও রাশেদ রিপনকে (দৈনিক আজকের দেশবিদেশ) সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ন আহ্বায়ক ছৈয়দ নুর (সমুদ্রবার্তা) ও এইচ এম নজরুল ইসলাম (কক্সবাজার বার্তা) এবং সদস্য শাহাদাত হোসেন (আমাদের কক্সবাজার)। বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংবাদকর্মী শফিউল আলম, সাদ্দাম হোসেন, মারুফ ইবনে হোসেন, সাইফুল আলম বাদশা, সাইফুল ইসলাম, জিয়া উদ্দিন বাবলু, তৌহিদুল ইসলাম, মোঃ ফারুক প্রমুখ।