“রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র পূর্ণাঙ্গ কমিটি গঠন
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
২৯৬
বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদ মাধ্যমে কর্মরত একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে “রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার” এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আলোকিত বাংলাদেশ’র কক্সবাজার সংবাদদাতা ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক আরফাতুল মজিদ সভাপতি ও দৈনিক আপন কন্ঠের নিজস্ব প্রতিবেদক মারুফ ইবনে হোছাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে এ কমিটি গঠন করা হয়। আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শাহাদাত হোছাইন (আমাদের কক্সবাজার), এইচ এম.নজরুল ইসলাম (কক্সবাজার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ নুর (সমুদ্র বার্তা), সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম নিহাদ (সকালের কক্সবাজার), অর্থ সম্পাদক সাইফুল ইসলাম (সকালের কক্সবাজার), দপ্তর সম্পাদক শিপন পাল (দৈনিক কক্সবাজার), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম সুজন (সাগর দেশ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম আজাদ বাবু (কক্স নিউজ ২৪.কম), ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম সাইফ (কক্সবাজার বাণী), নির্বাহী সদস্য শফিউল আলম (দৈনন্দিন) ও সাইফুল আলম বাদশা (সকালের কক্সবাজার)।
সংগঠনের সম্মানিত সদস্যরা হলেন, সাদ্দাম হোসেন (সকালের কক্সবাজার), শফিউল্লাহ শাহীন (আজকের কক্সবাজার), আরফাতুর রহিম শাকিল (আমাদের কক্সবাজার), মোঃ ফারুক (সকালের কক্সবাজার), তৌহিদুল ইসলাম (সকালের কক্সবাজার), মোঃ ইমরান জাহেদ (সময়ের কণ্ঠস্বর ডটকমের কক্সবাজার প্রতিনিধি) ও এম নজরুল ইসলাম (কক্সবাজার বাণী)।
নবগঠিত এ কমিটির সভাপতি আরফাতুল মজিদ বলেন, তরুণ সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি করতে “রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার” কাজ করবে। এ সংগঠনের সংবাদকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কক্সবাজারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।