ভারতের জনপ্রিয় এবং আবেদনময়ী অভিনেত্রী শ্রুতি হাসান। দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি সিনেমাতেও রয়েছে তার পদচারণা। এ অভিনেত্রীর বাবা জনপ্রিয় অভিনেতা কমল হাসান এবং মা অভিনেত্রী সারিকা ঠাকুর। শ্রুতি হাসানের বোন অক্ষরাও একজন অভিনেত্রী।
রূপে-গুণে ভরপুর এ অভিনেত্রী সম্পর্কে কয়েকটি অজানা তথ্য নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
শুধু অভিনেত্রী নন, শ্রুতি হাসান একাধারে একজন গায়িকা এবং সংগীত পরিচালক।
শ্রুতি হাসানের জুতো নিয়ে শখ রয়েছে। তার সংগ্রহে ১০০ জোড়ার বেশি জুতো আছে। তিনি জানিয়েছেন, যখন আরো বেশি আয় করবেন তখন আরো জুতো কিনবেন।
মাত্র ছয় বছর বয়সে বাবা কমল হাসানের তেভার মগন সিনেমার গানে কণ্ঠ দেন শ্রুতি। এছাড়া বাবার সঙ্গে হিন্দি সিনেমা চাচি ৪২০ সিনেমায় দ্বৈতভাবে কণ্ঠ দেন।
রক ব্যান্ড এক্সট্রামেনটালের ভোকালিস্ট তিনি।
স্কুলে পড়ার সময় নিজের নাম পরিবর্তন করে পূজা রেখেছিলেন। কারণ তিনি কাউকে জানাতে চাননি তিনি কমল হাসানের মেয়ে।
শ্রুতি একজন প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী।
তিনি সাইকোলজিতে পড়াশোনা শুরু করেছিলেন। পরবর্তীতে সংগীতে ডিগ্রী নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান।
শ্রুতি হাসান আটটি ভিন্ন ভাষা জানেন।