প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারাল আর্সেনাল। গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়ে লিগ টেবলে লেস্টারের থেকে মাত্র দু’পয়েন্ট নীচে তৃতীয়তে থাকল গানাররা।
ঘরের মাঠে বিরতির আগে ০-১ পিছিয়ে পড়েছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। জেইমি ভার্ডির উপর নাচো মনরিয়ালের খারাপ ট্যাকলে পেনাল্টি পায় লেস্টার। প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ভার্ডি পেনাল্টি থেকে গোল করেন।
বিরতির পরেও আর্সেনাল যত বেশি আক্রমণ করতে থাকে, লেস্টারও জবাবে রক্ষণ আঁটোসাঁটো করে দেয়। কিন্তু খেলার ৫৪ মিনিটের মাথায় লেস্টার রাইটব্যাক ড্যানি সিম্পসন লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হয় লেস্টার। ১০ জনে খেলা লেস্টারের উপর চাপ বাড়িয়ে পরপর আক্রমণ করতে থাকে। থিও ওয়ালকটের গোলে ১-১ করে আর্সেনাল।
ইনজুরি টাইমে যখন এক পয়েন্ট ভাগাভাগি হওয়া প্রায় নিশ্চিত, ওজিলের ফ্রি কিক থেকে পরিবর্ত ড্যানি ওয়েলবেকের গোলে তিন পয়েন্ট ছিনিয়ে নেয় আর্সেনাল।
মাচ শেষে ওজিলের প্রশংসায় আর্সেন ওয়েঙ্গার। তিনি বলছেন, এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওজিল যখন সেট পিসটা মারছিল তখন আমি নিশ্চিত ছিলাম, কিছু হবে। কারণ ওর ডেলিভারি দুর্দান্ত।