উখিয়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির কাউন্সিল ও সম্মেলনকে ঘিরে নেতা কর্মীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। দলের দুঃসময়ে যারা দলীয় কর্মকান্ডে অংশগ্রহণ করেন নাই এমন নেতারাও পদের আশায় কাউন্সিলারদের বাড়িতে বাড়িতে ধর্না দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লেগে আছে। আগামী ২৭ ফেব্রুয়ারী শনিবার বহুল প্রতীক্ষিত উখিয়া উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০০৯ সালে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৭ বছর পর কাউন্সিলের তারিখ ঘোষনার পর সভাপতি সাধারণ সম্পাদক সহ মুল পদগুলোতে আসার জন্য নেতারা তদবির চালাচ্ছেন জেলার শীর্ষ নেতাদের কাছে। যদিও সভাপতি, সাধারন সম্পাদক পদ সহ গুরুত্বপূর্ণ পদগুলো জেলা বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পছন্দের প্রার্থীরা আসতে পারেন বলে তৃণমুল কর্মীরা জানিয়েছেন।
জানা গেছে, আগামী ২৭ ফেব্র“য়ারী রোজ শনিবার উখিয়া উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল। রাজাপালং আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল বশর চৌধুরী ও সিরাজুল হক বি.এ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখার কথা রয়েছে। রাজাপালং উত্তর ইউনিয়ন বিএনপির নেতা মহি উদ্দিন মেম্বার বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচিত করা হবে। উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, ইতিমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক তহিদুল আলম তহিদ বলেন, বিগত সময়ে দলের স্বার্থে অনেক ত্যাগ-স্বীকার করেছি। এতে দল যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে মূল্যায়ন করতে পারেন। তবে আজীবন শহীদ জিয়ার সৈনিক হিসেবে কাজ করে যাব। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী সুলতান মাহামুদ চৌধুরী বলেন, একজন দক্ষ, সাংগঠনিক, মেধাবী ও সাহসী কর্মী হিসাবে উখিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সাধারণ নেতাকর্মীদের সাথে দীর্ঘ সময় রাজপথে ছিলাম। সভাপতি পদে যাদের নাম শুনা যাচ্ছে বর্তমান সভাপতি কাজী রফিক উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, অধ্যাপক তহিদুল আলম তৌহিদ, সিরাজুল হক ডালিম, বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রার্থী এনামূল হক এনাম, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক বর্তমান সাংগঠনিক সম্পাদক প্রার্থী আব্দুল মালেক মানিক।
উল্লেখ্য যে, এ সম্মেলনে ৮টি সাংগঠনিক ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদবীর ২৪ জন, উপজেলা কমিটির ৭১ জন সদস্য কাউন্সিল হিসাবে মতামত বা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানা গেছে। তবে সর্বশেষ দেখার বিষয় হচ্ছে কারা আসছেন আগামী দিনের বিএনপি’র কান্ডারী হিসেবে।