কক্সবাজারের বিশিষ্ট সংগীত শিল্পী, সংস্কৃতি কর্মী মোঃ শাহ আলম (প্রকাশ আলম শাহ) এর আপন ছোট ভাই, কক্সবাজার শহরের সুপরিচিত ও প্রিয়মুখ কলিকা ইলেক্ট্রনিক্সের অংশীদার মোঃ শাহ আলম শফি। তিনি দীর্ঘদিন হতে জটিল কিডনী রোগে আক্রান্ত। তার শারিরীক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। চিকিৎসক দল জানিয়েছেন দ্রুত কিডনী প্রতিস্থাপন না করলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু সদালাপী, সদা হাস্যময় শফির পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা সম্ভব নয়। ইতোমধ্যে তিনি তার চিকিৎসার জন্য সমাজের মানবিক, বিত্তবান, হুদয়বান মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন।
তাকে আর্থিক সহযোগিতা প্রদান ছদকায়ে জারিয়া ও যাকাত হিসেবে হলেও তার জীবনে রহমত হয়ে আসবে। তার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে স্বনামখ্যাত সংগঠন শব্দায়ন আবৃত্তি একাডেমী ও কমবা (কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন) যৌথভাবে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সন্ধ্যা ৭টা থেকে লাইভ কনসার্টের আয়োজন করেছে। এতে সমাজের সকল শ্রেণীপেশার মানুষকে উপস্থিত থাকার জন্য উদ্যোক্তারা বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানাঃ শফিউল আলম হিসাব নং-৪১০৮৬২৯০৮০৪৪১, এবি ব্যাংক লিঃ, কক্সবাজার শাখা। বিকাশ নং (পারসোনাল) ০১৮১৩১৪৩২৪৬।