শহরতলীর লিংকরোডে মাইক্রোবাসের মোটর সাইকেল আরোহী ডিঝেন ধর ( ৩৫ ) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে লিংকরোড়ের বীচ পাবলিক স্কুলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের ৩য় শ্রেণীর কর্মচারী এবং রামুর ফতেখারকুলের মৃত শ্রীনাথ ধরের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কক্সবাজারগামী মোটর সাইকেল ও বিপরীতমুখী দ্রুতগামী মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এত আহত হয় মোটর সাইকেল আরোহী। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করে পুলিশে সোপার্দ করেছে জনতা। এ বিষয়ে কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।