শহরের আলীর জাঁহাল এলাকায় প্রধান সড়কের দুই অংশ ব্লক করে সংস্কার কাজ : দুর্ভোগ
ডেইলি কক্সবাজার ডেস্ক ::
আপডেট সময়
শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
৩০৫
বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের আলীর জাঁহাল এলাকায় প্রধান সড়কের দুই পাশ ব্লক করে কার্পেটিংয়ের কাজ চলছে।
এতে মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন এই সড়ক দিয়ে যাতায়াকারী হাজারো মানুষ। রাস্তার দুই পাশে আটকে থাকছে শতশত যানবাহন। যাত্রীরা মাঝপথে যানবাহন থেকে নেমে সড়কের ওই অংশটি হেটে পার হচ্ছেন। পরে একদিকের গাড়ির ভাড়া মিটিয়ে অন্যপ্রান্তে দাঁড় করে রাখা গাড়িতে উঠছেন। সেখান থেকে রওয়ানা হচ্ছেন কাংখিত গন্তব্যস্থলে। এই সড়কে যাতায়াতকারী লোকজনের দাবী, রাতে সড়কের সংস্কার কাজ চললে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে। এটি সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব।
সকালে শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সা (টমটম) যোগে পারিবারিক কাজে বাস টার্মিনাল গিয়েছিলেন ঘোনার পাড়ার মিন্টু দে। তিনি বলেন, ‘আলীর জাঁহাল এলাকায় দুই পাশে বাঁশের খুটি পেতে রাস্তা ব্লক করে সড়ক সংস্কার করা হচ্ছে। মাঝখানে গাড়ি থেকে নেমে কিছুদুর হেটে আবারো গাড়িতে উঠতে হয়। জিনিসপত্র নিয়ে এভাবে রাস্তা পার হওয়া কষ্টসাধ্য। তাছাড়া সময়ও নষ্ট হয়।’
কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী অনিমা ভট্টাচার্য্য বলেন, ‘রাস্তার সংস্কার কাজের কারনে মাঝপথে নেমে যেতে হচ্ছে। দুইবার গাড়ি বদল করে কলেজে যেতে কিছুটা হলেও অস্বস্তি লাগে। রাতের বেলায় সংস্কার কাজ করা হলে এই দুর্ভোগ পোহাতে হতো না।’
টেকনাফে ছেলের বাড়ি থেকে বেড়ানোর পর কক্সবাজার শহরে আসা মহেশখালীর বাসিন্দা জসিম উদ্দিন বলেন, ‘টেকনাফের হোয়াইক্যং থেকে মিনিবাসযোগে বাস টার্মিনালে নামার পর জানতে পারলাম প্রধান সড়কে সংস্কার কাজ চলছে। তাই কলাতলী হয়ে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় আসতে হয়। টমটম চালকও সুযোগ বুঝে বেশি ভাড়া হাতিয়ে নিচ্ছে। আমাদের দুই জনকে ৫০ টাকা ভাড়া পরিশোধ করতে হয়েছে।’