শহরের কলাতলীস্থ কটেজ জোন থেকে ১৯৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলো কক্সবাজার সদরের খুরুস্কুলের মোহাম্মদ রমিজ আহমদের পুত্র মোঃ সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল (২৩) ও বড় চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মোহাম্মদ শহিদ উল্লাহ প্রকাশ শহিদ (২৬)। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার বিএন এসএম সাউদ হোসেন জানান-রোববার রাতে কটেজ জোনের রমজান কটেজের সামনে থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৭ লক্ষ ৮৮ হাজার টাকা।