শহরের বড় বাজারস্থ পশ্চিম রাখাইন পাড়া থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসাপাতালের মর্গে প্রেরণ করেছে।
কক্সবাজার সদর থানার অপারেশন কর্মকর্তা এসআই আবদুর রহিম জানান, আনোয়ার বেগম প্রকাশ নুরুন্নাহার (৫৫) বড় বাজারস্থ রাখাইন পাড়ার শাহিন আকতার নামের এক নারী ভাড়া বাসায় বসবাস করে আসছে। তার স্বামী নুর আহমদের সাথে তার তেমন যোগাযোগ ছিল না। নিহত এ নারী কিছু টাকা বিভিন্ন মাধ্যমে অন্যকে শোধে দিয়ে জীবন যাপন করে আসছে। মঙ্গলবার রাতের কোন এক সময় অজ্ঞাত কেউ শ্বাস রুদ্ধ করে এ নারীকে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে দুই গ্লাব্স (হাতের আবরণ) ও একটি রাশি পাওয়া গেছে। প্রাথমিকভাবে শোধের টাকা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।