শহরে অস্ত্র ও মুখোশ সহ চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি ডাকাতির প্রস্তুতিকালে মঙ্গলবার ভোরে কলাতলীর শাহাদাত ঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশিয় এলজি, ২টি ছোরা, ১টি কিরিচ ও ২টি মুখোশ উদ্ধার করা হয়।
আটকরা হলেন, বাস টার্মিনালের পূর্ব লারপাড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে মুন্না প্রকাশ সাহেদ প্রকাশ পুতু (২০), কুতুবদিয়া পাড়া এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে নুরুল আলম লালু (২২), একই এলাকার মৃত নেজাম আক্কাসের ছেলে রফিক (১৯) ও পাহাড়তলী এলাকার মৃত আবুল বশরের ছেলে রুবেল প্রকাশ ঈসমাইল (২০)।
কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।